পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা দেশি অস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

মহাসড়কে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হাঁসুয়া, দা, স্বয়ংক্রিয় করাত ও ২৫ হাজার ৩৪২ টাকা জব্দ করা হয়।

শনিবার (১০ জুন) ভোরে আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. রনি (২০), মো. সোহেল (২২) ও মো. সজিব হোসেন (২৩)।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান,
গত ৮ জুন আলমডাঙ্গা থানাধীন রোয়াকুলি মাদ্রাসা এলাকায় কয়েকটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে ৮ লাখ ৬৯ হাজার টাকা লুটে নেয় অজ্ঞাতপরিচয় ১৫-২০ জন ব্যক্তি। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা করা হয়।

সংবাদ সম্মেলনে কথা বলছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। ছবি : বাংলাদেশ পুলিশ

তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামি মো. রনিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি সোহেল ও সজিবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।