বীর শহীদদের প্রতি সিএমপি কমিশনারের শ্রদ্ধা জানানোর খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে নগরীর কাট্টলী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এরপর নগরীর দামপাড়ায় ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’-এর শহীদ চত্বর এবং সিএমপি হেডকোয়ার্টার্সের জনক চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সিএমপি কমিশনার।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ বিপিএম, পিপিএম; উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

এরপর নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে সমন্বিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।