স্বাধীনতা দিবসে খুলনা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আজ সকালে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বেলুন, ফেস্টুন ও পায়রা ওড়ানো এবং কেক কাটা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মো .ইসমাইল হোসেন, এনডিসি।

খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শন করে। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন কেএমপির পুলিশ কমিশনার জনাব মো. মাসুদুর রহমান ভূঞা; খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ রাজনৈতিক, সরকারি ও বেসরকারি প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধার জনগণ।