মহান মে দিবসের র‌্যালি ও আলোচনায় অন্যদের সঙ্গে শেরপুরের এসপি মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: পুলিশ নিউজ

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা বাস কোচ মালিক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ অনেকে অংশ নেন।

র‍্যালির পর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন শেরপুরের এসপি মো. কামরুজ্জামান বিপিএম।