আবদুল মোমিন তালুকদার

একাত্তরে মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি বগুড়ার বিএনপিদলীয় সাবেক সাংসদ। আজ বুধবার ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মোমিন তালুকদার পলাতক। খবর প্রথম আলোর।

আজ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা বলেন, মোমিন তালুকদারের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে।

রেজিয়া সুলতানা আরও বলেন, প্রমাণিত হওয়ায় তিনটি অভিযোগেই মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি হিসেবে রেজিয়া সুলতানার সঙ্গে ছিলেন সুলতান মাহমুদ। মোমিন তালুকদারের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম এ হাসান।

গত ৩১ অক্টোবর উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

পরে রায়ের জন্য আজকের দিন (২৪ নভেম্বর) ধার্য করেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী আজ রায় ঘোষণা করা হলো।