প্রতারণার ঘটনায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: পুলিশ নিউজ

মসজিদে নববির ইমাম পরিচয় দিয়ে পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে প্রতারণার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, চক্রটি পারিবারিক সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে এক নারী ভুক্তভোগীর কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ‘দরবেশ বাবা’ পরিচয়ে কয়েক ধাপে ওই নারীর কাছ থেকে এই টাকা আত্মসাৎ করা হয়।
দরবেশ বাবা পরিচয়দানকারী এই চক্রের ১৯ জন সদস্যকে মাগুরা জেলা ও ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে আলাদা অভিযানে গ্রেপ্তার করে সিআইডি।

খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় সিআইডি।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ২০২০-২১ সাল থেকে তাঁরা এই প্রতারণার সঙ্গে জড়িত। প্রথম দিকে তাঁরা বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিতেন। পরবর্তী সময়ে তাঁরা পত্রিকা ও বিভিন্ন চ্যানেলের পাশাপাশি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিজ্ঞাপন দিতে থাকেন। ভুক্তভোগী সাধারণ মানুষ তাঁদের দেওয়া মোবাইল নম্বরে ফোন দিলে সমস্যা সমাধানের নামে ভয়-ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে এমএফএস নম্বরে টাকা হাতিয়ে নিত চক্রটি।

আসামিদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৪১টি মোবাইল ফোন, বিপুলসংখ্যক সিম কার্ড ও ডিজিটাল আলামত উদ্ধার করা হয়।