ময়মনসিংহে ক্যাডেট এসআই নিয়োগ পরীক্ষার শারীরিক মাপ ও কাগজ যাচাই প্রক্রিয়ার খণ্ডচিত্র। কোলাজ: পুলিশ নিউজ

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগান সামনে রেখে ময়মনসিংহে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে ময়মনসিংহ পুলিশ লাইনস্ মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন হয়।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএমের সভাপতিত্বে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। এ ছাড়া নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সব পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা শেষে প্রার্থীদের পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুতিসহ বুধবার ভোর ৫টায় ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট তথা পিইটির প্রথম ইভেন্টের (দৌড়) জন্য ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে উপস্থিত থাকার আহ্বান জানায়।

পরবর্তী ইভেন্টগুলো ময়মনসিংহ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে।