ময়মনসিংহে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া নারী প্রার্থীদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগান সামনে রেখে ময়মনসিংহে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন সম্পন্ন হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম-এর সভাপতিত্বে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

বুধবার (৭ জুন) সকাল ৬টা থেকে ময়মনসিংহ রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রথম ইভেন্ট‌‌‌ অনুষ্ঠিত হয়। এতে পুরুষ প্রার্থীরা ১৬০০ মিটার এবং নারী প্রার্থীরা ১০০০ মিটার দৌড় পরীক্ষায় অংশ নেন। এরপর ময়মনসিংহ পুলিশ লাইনস মাঠে প্রার্থীদের লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা সম্পন্ন হয়।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম-এর সভাপতিত্বে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম-এর সভাপতিত্বে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। এ ছাড়া নিয়োগ বোর্ডের অন্য সদস্য, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং নিয়োগ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
নারী প্রার্থীদের ব্রিফিং দিচ্ছেন নিয়োগ বোর্ডের সদস্য শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

সার্বিক কার্যক্রম শেষে দ্বিতীয় দিনের ইভেন্টে উত্তীর্ণদের উদ্দেশে ব্রিফিং দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম। বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৫টায় শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার অন্য সব ইভেন্টে অংশ নিতে যোগ্য প্রার্থীদের ময়মনসিংহ পুলিশ লাইনস মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
পুরুষ প্রার্থীদের ব্রিফিং দিচ্ছেন নিয়োগ বোর্ডের সদস্য শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

দ্বিতীয় দিনের সার্বিক কার্যক্রম সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সব সদস্য এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণকে ধন্যবাদ জানান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি।

লং জাম্প পরীক্ষায় অংশ নেওয়া এক নারী প্রার্থী। ছবি : বাংলাদেশ পুলিশ