যশোর জেলার মনিরামপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, বোমা বিস্ফোরকসহ চরমপন্থী সংগঠনের ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

মনিরামপুর থানার এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ৫ ডিসেম্বর রাতে মনিরামপুর থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কথিত চরমপন্থী সংগঠনের ৪ জন সন্ত্রাসীকে ১টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরক দ্রব্য, ১টি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অমিতাভ বিশ্বাস (২৩), প্রতাপ মন্ডল (২১), জাহিদ হাসান (৩৬) ও প্রান্ত ধর (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা চরমপন্থী সংগঠনের পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলের জন্য অভয়নগর ও মনিরামপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন।

গ্রেপ্তার আসামি অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে।

বিস্ফোরক দ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় মনিরামপুর থানায় দুটি মামলা হয়েছে।