রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) লোগো। ছবি: পুলিশ নিউজ

অপহরণের এক সপ্তাহ পর দুই নারীকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার একটি দল। এ ঘটনায় মো. মোহর আলী (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. মোহর আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার সপুরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে ভুক্তভোগী তিন মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগী ও তাঁর ছোট বোন সেখান থেকে নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে পুলিশ ভুক্তভোগীদের অবস্থান শনাক্ত করে। এরপর বুধবার (২২ সেপ্টেম্বর) কাটাখালি থানার কাপাশিয়া পালপাড়া ঢালন এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির হেফাজত থেকে ভুক্তভোগী ও তাঁর ছোট বোনকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী জিজ্ঞাসাবাদে জানান, আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে অপহরণ করেন। অপহরণের সময় ছোট বোন সঙ্গে থাকায় তাঁকেও অপহরণ করা হয়।

আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।