আটক করা নৌকার ওপর গ্রেপ্তার চোরাকারবারিরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জের মধ্যনগর থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে বেআইনিভাবে নিয়ে আসা ৮০ বস্তা ভারতীয় চিনি, একটি স্টিলবডি নৌকাসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে।

আজ ১ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাঙ্গালভিটা গ্রামের ছড়ার মুখ থেকে ৫০ কেজি ওজনের ৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় একটি স্টিলবডি নৌকাসহ চোরাকারবারি রনি মিয়া (৩৫) ও এরশাদ মিয়াকে (৪০) আটক করা হয়।

প্রথম অভিযানের ১ ঘণ্টা পর সকাল সাড়ে ৬টায় পৃথক অভিযান চালিয়ে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা কীর্তনখোলা গ্রামের আবুল হাসেমের বসতঘর থেকে ৫০ কেজির ৩০ বস্তা চিনি উদ্ধার করা হয়। এ সময় আবুল হাসেম নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।

উদ্ধার ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৭ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার চোরাকারবারিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।