জব্দ করা জাল টাকা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর মতিঝিল থেকে জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা-পুলিশ। তাঁরা হলেন মো. ওমর ফারুক রবিন ও মো. মান্নান।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। খবর ডিএমপি নিউজের।

অভিযানে নেতৃত্ব দেওয়া মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন বলেন, দুজন ব্যক্তি জাল টাকা নিয়ে মতিঝিল থানার আরামবাগ পেপার কাটিং দোকানের সামনে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে রোববার (২৯ মে) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উক্ত স্থানে অভিযান চালায় এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল।

পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক আরও বলেন, গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যমতে, মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে পরে মান্নানকে গ্রেপ্তার করা হয়।

এ সংক্রান্তে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।