এক শিশুকে অভিভাবকের কাছে হস্তান্তর করছে ট্যুরিস্ট পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

চলতি জানুয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণে এসে অভিভাবক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ৩৩টি শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার শিশুরা হলো: জাহানারা দিনাম আদিবা (৭), বোয়ালখালী, চট্টগ্রাম; আরিয়ান (৯), আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া; ইকরামুল (১০) ঝিনাইগাতী, শেরপুর; সাইমা (৪) টঙ্গী, গাজীপুর; তামিম (৯) চট্টগ্রাম; নুসরাত (৯), চট্টগ্রাম; মুগ্ধ চৌধুরী (৯), কক্সবাজার; হাসান (৮), চট্টগ্রাম; হাবিবুল্লাহ (৫), চট্টগ্রাম; মো. সায়মন ইসলাম (৮) চট্টগ্রাম; মো. আরাফাত (১০), ঝিনাইদহ; আলিয়া (৮), চট্টগ্রাম; কারিমা আক্তার (৭), সুনামগঞ্জ; তাহমিদ করিম (৭), চট্টগ্রাম; মো. আয়াত (৪), চট্টগ্রাম; মোছা. জান্নাত (৭), চট্টগ্রাম; কারিমা (৪), বরিশাল; মো, সিয়াম (৭), মাদারীপুর; তাসনিয়া তাবাসসুম (৬), ঢাকা; রাজিয়া সুলতানা (৭), ফেনী; মো. আব্দুল আহাদ (৭), চট্টগ্রাম; মো. শহিদুল ইসলাম (৮), নোয়াখালী; আরাফ (৪), ব্রাহ্মণবাড়িয়া; মোহাম্মদ নাঈম (৪), কক্সবাজার; আবিহাতুল ইকরা (৫), চট্টগ্রাম; সাহাবি (৮), ঢাকা; আব্দুল্লাহ আল রাজি (৮), কক্সবাজার; মো. আবার ইসলাম মবিন (৪), ব্রাহ্মণবাড়িয়া; আবরার (৫), বান্দরবান; আরাফাত হোসেন (৫), চট্টগ্রাম; হুমায়রা (১০), নীলফামারী এবং তৌসিফ রেজা (৭), নীলফামারী।