খুলনা মহানগরীতে ভোক্তা অধিকার ও এপিবিএনের যৌথ অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে দুই দোকানকে জরিমানা করেছে।

খুলনা মহানগরীর সদর থানা এলাকায় ২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল পৌনে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যান্ত এ অভিযান পরিচালিত হয়।

৩ এপিবিএন জানায়, ৩ এপিবিএনের খুলনার শিরোমণি ইউনিট এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২১ জুলাই সকাল পৌনে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুলনা মহানগরীর সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে।