জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পাবনা জেলার একটি রেলপথ মেরামত করা হয়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ওই রেলপথে চলাচলকারী ট্রেন।

জানা গেছে, গতকাল শনিবার পাবনার ভাঙ্গুরার দিলপাশা রেলস্টেশনের কাছাকাছি স্থান থেকে সাকিব নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে রেললাইনের কিছু অংশ ভেঙে গিয়ে রেললাইন ফাঁক হয়ে আছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ অবস্থায় কলার বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবগত করার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহরাব আরাফাত। তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে নিয়ন্ত্রণকক্ষ এবং রেলপুলিশ নিয়ন্ত্রণকক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ার জন্য জানান।

খবর পেয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের মেরামতকারী দল রেললাইনের ফাঁকা অংশটুকু মেরামত করে।