জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে বারান্দায় আটকে পড়া এক শিশু উদ্ধার হয়েছে।

কুমিল্লা সদরের চক্রবাদ গলির একটি ভবনের তিনতলার বাসিন্দা একজন নারী গতকাল শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ নম্বরে ফোন করে জানান, তাঁর দুই বছর বয়সী কন্যাশিশু বারান্দায় খেলতে খেলতে দরজা লক করে বন্ধ করে দিয়ে এখন খুলতে পারছে না। তারা অনেক চেষ্টা করেও বারান্দার দরজা খুলতে পারেননি। শিশুটি দরজা খুলতে না পেরে ভয়ে কান্নাকাটি করছে। এ অবস্থায় কলার উদ্ধার সহায়তার অনুরোধ করেন।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহরাব আরাফাত। তিনি তাৎক্ষণিকভাবে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার আল আমিন উদ্ধারসংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

খবর পেয়ে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রোলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।