ভূরুঙ্গামারী থানায় পুলিশের উদ্ধার করা গাঁজা ও ফেনসিডিল। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি চৌকস টিম ৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভূরুঙ্গামারী থানাধীন ময়নাগলা ভরতেরছড়া এলাকায় একজন মাদক কারবারি তাঁর বসতবাড়িতে বিপুল মাদক মজুত করেছেন এবং সেই মাদক ঢাকায় পরিবহনের পরিকল্পনা করছেন।

এ সংবাদের ভিত্তিতে পুলিশের ওই টিম তাৎক্ষণিকভাবে মাদক কারবারির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে টয়লেটের ভেতরে ও স্ল্যাবের নিচ থেকে ১৬০ বোতল ফেনসিডিল, ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যান।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারী থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করতে সক্ষম হয়। মাদক কারবারি ওই সব মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পরিবহনের চেষ্টা করছিলেন। তাঁকে গ্রেপ্তারের লক্ষ্যে ভূরুঙ্গামারী থানা-পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।