ভূমিকম্পে উদ্ধারকাজে সহযোগিতা করতে বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৬০ সদস্যের দল যাচ্ছে তুরস্কে।

আজ বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন।
আজ রাত ১০টায় বিমান বাহিনীর বিমানযোগে রওয়ানা হবেন তারা। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের।

এদের মধ্যে ২৪ জন সেনা সদস্য, ১২ জন ফায়ার সার্ভিসের কর্মকর্তা, ১০ জন ডাক্তার ও ১৪ জন কেবিন ক্রু যাচ্ছেন বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার কাজে ব্যবহার করতে কংক্রিট কাটার, রোড কাটার, ফ্যানসহ নানা অত্যাধুনিক সরঞ্জাম নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে ১ সপ্তাহের প্রস্তুতি নিয়েই যাচ্ছে এই উদ্ধারকারী দল।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন বলেন, দেশে এমন পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসে উন্নত প্রশিক্ষণ, সরঞ্জাম ও জনবল বাড়ানোর কাজ চলছে।

তবে রাজধানীতে অপরিকল্পিত ভবন নির্মাণ করায় পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।