উদ্ধার করা টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম। ছবি: পুলিশ নিউজ

ভুল করে অন্য বিকাশ নম্বরে পাঠানো ৩০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছ হস্তান্তর করেছে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।

গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম উদ্ধার করা টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকার মো. শাখাওয়াত হোসেন (২৫) গত ৩০ জানুয়ারি ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ৩০ হাজার টাকা ভুলে অন্য নম্বরে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। টাকা ফেরত পেতে ব্যর্থ হয়ে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট টাকাগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।

বিকাশের টাকা ফিরে পেয়ে কুষ্টিয়া জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী মো. শাখাওয়াত হোসেন।