সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে ২১১ নারীর সঙ্গে প্রতারণার ঘটনায় সোহাইল (২৭) নামের যুবককে গ্রেপ্তার করেছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরার সাইবার ক্রাইম টিম।

১২ এপিবিএন শনিবার জানায়, গ্রেপ্তার সোহাইল ফেসবুকে বিভিন্ন নামে পরিচিত। স্থানীয়দের কাছে তিনি পরিচিতি পেয়েছেন ‘ফেসবুক মাস্টার’ নামে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে বিভিন্ন আইডির সমস্যা সমাধান করে ‘মাস্টার’ উপাধি পেয়েছেন তিনি। এই খ্যাতি কাজে লাগিয়ে বিভিন্ন অভিনব প্রতারণা শুরু করেন এ যুবক।

ফেসবুক, হোয়াটসঅ্যাপে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন জনপ্রিয় ব্যক্তির পরিচয় দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে দুই শতাধিক নারীকে প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

১২ এপিবিএন আরও জানায়, সোহেলের নামে ডিএমপির সবুজবাগ থানায় গত বছরের ২৫ আগস্ট প্রতারণার মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাবাস করে জামিনে বের হন তিনি। এ যুবক অপরাধ অব্যাহত রাখলে ১২ এপিবিএন উত্তরার সাইবার ক্রাইম টিম শরীয়তপুরের নড়িয়া থানার শেওড়াপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১২টি মোবাইল সিম ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাঁর মোবাইল ফোন চেক করে একাধিক নারীর ছবি, স্ক্রিনশট ও নগ্ন ভিডিও পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।