রোহিঙ্গাদের মধ্যে ৯ এপিবিএনের ইফতার বিতরণের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প ৩-এ আশ্রিত গরিব ও দুস্থ রোহিঙ্গাদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২ এপ্রিল) ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে রোহিঙ্গাদের চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল বিতরণ করা হয়।

৯ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেনস) মো. নুরুল আফছার ভূইয়া এবং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ভাসানচর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ কে এম ফসিহুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

ইফতারসামগ্রী পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রোহিঙ্গারা।