এপিবিএনের হেফাজতে চোলাই মদসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

ময়মনসিংহে ভালুকায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে ৫৭ কেজি দেশি চোলাই মদসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক দিকনির্দেশনায় একটি টিম ২০ জুলাই রাতে ভালুকা মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। এপিবিএনের টিম ভালুকা মডেল থানাধীন পাঁচগাঁও উচ্চবিদ্যালয়-সংলগ্ন বাজার এলাকায় অবস্থানকালে রাত সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পাঁচগাঁও ঢাকির ভিটা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচা করছেন। এ খবর পেয়ে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অগাস্টিন সাংমা (৪০) নামের একজন মাদক কারবারিকে আটক করে। এরপর তাঁর বাড়ি তল্লাশি করে ৫৭ কেজি চোলাই মদ উদ্ধার করা হয়।

উদ্ধার মদের আনুমানিক মূল্য ২২ হাজার ৮০০ টাকা।

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।