র‌্যাবের হেফাজতে গ্রেপ্তার চার আরসা সন্ত্রাসী। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার চেষ্টাকালে র‍্যাবের সঙ্গে আরসা সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। খবর ঢাকা মেইলের।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর একটি ঘরে প্রায় সাড়ে তিন ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর সময় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় চার আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনের নেতৃত্বে চালানো এ অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য। অভিযান চলাকালে সশস্ত্র আরও চার আরসা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য পালিয়ে যায়।

লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আরসার এই সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনা নিয়েছিল। এ খবরের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সদস্যরা ক্যাম্প-১৫, ব্লক-ডি/৩, ৭৯/এ ঘর ঘিরে ফেলেন। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা গুলি ছোড়ে। জবাবে র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চার আরসা সদস্য পালিয়ে গেলেও অপর চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।