সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের অভিযানে গ্রেপ্তার মানবপাচার চক্রের সদস্য। ছবি : সংগৃহীত

ভারতে মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট। যশোরের চাঁচড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি টিম বিশেষ অভিযান চালিয়ে মো. আব্দুস সাত্তারকে (৩৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাত্তার অন্যদের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে নিয়ে যেতেন। পরে সুযোগ বুঝে অর্থের বিনিময়ে এসব নারীদের সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছ, ওই চক্র ভারতে নিয়ে তাঁদের বিক্রি করে দিত এবং অনৈতিক কাজে বাধ্য করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তার সাত্তার ২০২১ সালের ২০ মার্চ ফতুল্লা (নারায়ণগঞ্জ) থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ৬/৭/৮/৯/১০ ধারায় তদন্তে প্রাপ্ত আসামি। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণে সিআইডির মানবপাচার প্রতিরোধ শাখা কাজ করছে।