ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের চোরাগোপ্তা হামলায় ১০ পুলিশ সদস্য ও তাঁদের গাড়িচালক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) রাজ্যের প্রত্যন্ত জেলা দান্তেওয়াড়ায় পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর এনডিটিভির।

বুধবারের এ হামলায় গত দুই বছরের বেশি সময়ের মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল।

পুলিশের দাবি, হামলায় নিহত ব্যক্তিরা রিজার্ভ পুলিশ সদস্য। বিদ্রোহীদের গতিবিধি নজরদারিতে প্রত্যন্ত জেলা দান্তেওয়াড়ায় গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে তাঁদের গাড়িতে হামলা হয়।

ছত্তিশগড় পুলিশের কর্মকর্তা বিবেকানন্দ বলেন, একটি অভিযান শেষে ফেরার সময় ওই গাড়িটি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।