দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি রকেট হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : এএফপি

ইসরায়েলি বাহিনীর হামলায় এক কিশোরসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। সোমবার (১৯ জুন) সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করতে গিয়ে চালানো অভিযানে এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন এলাকায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এ সময় আহত হয়েছে ৪৫ জন। খবর এএফপির।

নিহতরা হলেন আহমেদ সাকের (১৫), কাশাম আবু সারিয়া (২৯) ও খালেদ আসসা (২১)।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারে দেশটির বাহিনী জেনিনে প্রবেশ করলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই সেনা ও পাঁচ সীমান্তরক্ষী পুলিশ আহত হন। এ সময় ইসরায়েলি বাহিনীকে অভিযান চালাতে সাহায্য করার লক্ষ্যে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়।