করোনাভাইরাসের মহামারিতে নাকাল বিশ্ব। এর মধ্যেই চোখ রাঙাচ্ছে আরেকটি রোগ, মাঙ্কিপক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই রোগের প্রাদুর্ভাবে বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করেছে। ২৩ জুলাই (শনিবার) এই সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বর্তমানে দুটি রোগ নিয়ে এ ধরনের স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি আছে। এর একটি করোনাভাইরাসের মহামারি নিয়ে, অপরটি পোলিও নিয়ে। পোলিওর প্রাদুর্ভাব সেভাবে এখন আর না থাকলেও এই রোগ নির্মূলের জন্য এ রোগ নিয়ে এ ধরনের জরুরি অবস্থা জারি করা আছে।

বিবিসি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ৭৫টি দেশে এ পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত ১৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এই রোগে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরও বলেন, মাঙ্কিপক্স বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। কিন্তু এর সংক্রমণের ধারা সম্পর্কে খুব কমই জানা গেছে এ পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন বলছে, মাঙ্কিপক্স বৈশ্বিকভাবে সব অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি মাঝারি। তবে ইউরোপীয় অঞ্চলে এটি ছড়ানোর ঝুঁকি উচ্চ।