ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার ও ওডিশায় হিট স্ট্রোকে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।

কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে চলমান সাত ধাপের জাতীয় নির্বাচনের আয়োজনে জড়িত ১০ জন ব্যক্তিসহ বৃহস্পতিবার বিহারে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।

একই দিনে ওডিশা রাজ্যের রৌরকেলা অঞ্চলের সরকারি হাসপাতালেও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিহারের ঝাড়খন্ড পার্শ্ববর্তী রাজ্যে হিট স্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে।

দিল্লিতে উচ্চ তাপমাত্রায় পাখি এবং বন্য বানররা অজ্ঞান বা অসুস্থ হয়ে পড়েছে। শহরের চিড়িয়াখানার ১,২০০ প্রাণীর স্বস্তির জন্য পানি ছিটানো হচ্ছে।

চিড়িয়াখানার পরিচালক সঞ্জিত কুমার বলেন, আমরা গ্রীষ্মকালীন ব্যবস্থাপনার ডায়েটে স্থানান্তরিত হয়েছি। যাতে আরও তরল খাদ্যের পাশাপাশি সব মৌসুমি ফল ও শাকসবজি রয়েছে, যাতে বেশি পানি থাকে।

এ সপ্তাহে প্রথম তাপ-সম্পর্কিত মৃত্যু রেকর্ড করা দিল্লিতে শুক্রবার তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

এশিয়াজুড়ে কোটি কোটি মানুষ ক্রমবর্ধমান তাপমাত্রার সাথে যুদ্ধ করছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এটি আরও খারাপ হয়েছে।

ভারতের প্রতিবেশী পাকিস্তানও গত সপ্তাহে ৫২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাওয়ায় বনের দাবানল বেড়েছে।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী। তবে ২০৭০ সালের মধ্যে নেট-জিরো গ্যাস নির্গমনকারী হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।