ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর দ্য ডেইলি স্টারের।

ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে দ্রৌপদী মুর্মু বলেন, ‘ইতিহাস, ভাষা এবং সংস্কৃতিতে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘যেভাবে ভারত ও বাংলাদেশ একসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে তা সত্যিই অনন্য।’

‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত যে কতটা গুরুত্ব দেয়, ওই ঐতিহাসিক উদযাপনে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়েরই অংশ নেওয়ার মাধ্যমে বিষয়টি পরিলক্ষিত হয়েছে।’

এই সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও পরিপক্ষ ও বিকাশ লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।