নিজ মাঠে ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য পৃথক পৃথক দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ল্যাঙ্কাশায়ারের পেসার রিচার্ড গ্লেসন। এক বছর পর ওয়ানডে দলে ফিরলেন সাবেক টেস্ট অধিনায়ক জো রুট। খবর বাসসের।

ইংল্যান্ডে চলমান ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি গ্লেসন। ১২ ম্যাচে ১৬ দশমিক ১২ গড়ে ২০ উইকেট নিয়েছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলার পুরস্কার হিসেবে ৩৪ বছর বয়সে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন গ্লেসন। ৬৪টি ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭০ উইকেট রয়েছে তাঁর।

এদিকে এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন রুট। গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলা রুট এ পর্যন্ত ১৫২ ওয়ানডেতে ১৬টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরিতে ৬ হাজার ১০৯ রান করেছেন।

ওয়ানডে দলে জায়গা হারালেও টি-টোয়েন্টি দলে আছেন ডেভিড মালান। নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন লুক উড ও ডেভিড পেইন।