ভারতীয় প্রসাধনী পণ্যসহ দুই আসামি। ছবি : ছাগলনাইয়া থানা-পুলিশ

ফেনীর ছাগলনাইয়া থানা ঘোপাল তদন্ত কেন্দ্রের অভিযানে কর ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই সময় জব্দ করা হয় ৬ হাজার ৫০০টি ভারতীয় পাউডার এবং বহনকাজে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ।

ছাগলনাইয়া থানা-পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের তত্ত্বাবধানে একটি দল রোববার (২৫ সেপ্টেম্বর) দুর্গাপুর সিংহনগর সাকিনে অবস্থিত পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র অফিসের সামনে অভিযান চালায়। অভিযানে দুজন আসামিকে প্রসাধনসামগ্রীসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন একরামুল হক রবিন (২৩), তিনি ফেনীর ছাগলনাইয়া থানার মোকামিয়া গ্রামের বাসিন্দা। মো. আতাউর (২৮), তিনি ছাগলনাইয়া থানার নিজ পানুয়া গ্রামের বাসিন্দা।

পোস্টে আরও বলা হয়, গ্রেপ্তার আসামিদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।