উখিয়ায় দুই কিশোরকে গুলি করার ঘটনায় এপিবিএন সদস্যরা এই দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন

কক্সবাজারের উখিয়া থানার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) দুই কিশোরকে গুলি করার ঘটনায় দেশীয় অস্ত্র ও গুলিসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে,গতকাল রোববার (২০ ফেব্রুয়ারি)উখিয়া থানার ৮ নং রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের লাম্বাশিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. জামির (১৭) ও নজিমুল্লাহ (১৪) নামে দুই শোরকে ওয়ান শুটার গান দিয়ে গুলি করা হয়। এতে ওই দুই কিশোর আহত হয়। গুলি করার ঘটনায় জড়িত ছিলেণ আবুল হাসিম (৩২), আনোয়ার সাদিক (১৮) ও হেড মাঝি মাহমুদুল্লাহ নামের তিন ব্যক্তি।

পরে স্থানীয় এক মাঝির সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নির্দেশে এপিবিএন সদস্যরা বিকেল ৪টা ১০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে গুলিতে আহত দুজনকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠান। তারা ঘটনাস্থল থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র,একটি কার্তুজের খোসা ১৬টি ,ছোট শিশার বল, উদ্ধার করেছেন।

এ ঘটনায় জড়িত আনোয়ার সাদিক (১৮) ও হেড-মাঝি মাহমুদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

জানা গেছে, পুলিশি তৎপরতার কারণে ওই আসামি ঘটনাস্থলে অস্ত্র ফেলে রেখে পালিয়ে যান।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ২ আসামিসহ উদ্ধারকৃত আলামতসমূহ উখিয়া থানার অফিসারকে বুঝিয়া দেওয়া হয়েছে।