আজ সোমবার সোমবার দুপুর সাড়ে ১২টায় একজন নারী ঢাকার হাতিরঝিল থানাধীন মধুবাগ থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর ভাই আত্মহত্যা করার জন্য কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছেন। তাঁরা অনেক ডাকাডাকি করার পরও তাঁর ভাই দরজা খোলেননি।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে হাতিরঝিল থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এস আই জয়ন্ত ঘরামী ওই নারী এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধার তৎপরতার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে থাকেন।

৯৯৯ থেকে খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশের একটি দল দরজা ভাঙার শ্রমিক নিয়ে দ্রুত মধুবাগের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে উপস্থিত হয়। এরপর পুলিশের দল ও শ্রমিকেরা দরজা ভাঙা শুরু করতেই আত্মহত্যা চেষ্টা করা তরুণ (২৫) দরজা খুলে বেড়িয়ে আসেন। পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে হতাশাগ্রস্থ হয়ে তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আত্মহত্যার চেষ্টা করা ওই তরুণকে উদ্ধার করে হাতিরঝিল থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।