আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে নিষিদ্ধ বিড়ি। ছবি: বাংলাদেশ পুলিশ।

মৌলভীবাজারের বড়লেখা থানা প্রাঙ্গণে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের উপস্থিতিতে প্রায় ১ লাখ ১০ হাজার ৩৩৫ শলাকা বিড়ি আগুনে পোড়ানো হয়। এ ছাড়া ১০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়।

বড়লেখা থানা-পুলিশের বিভিন্ন অভিযানে এসব বিড়ি ও মদ জব্দ করা হয়।

আদালতের নির্দেশে এসব অবৈধ মালামাল ধ্বংস করার সময় আরও উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার , ইন্সপেক্টর তদন্ত ফরিদ উদ্দিন ও বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম।