ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষার ফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। ছবি: বাংলাদেশ পুলিশ

‘চাকরি নয় সেবা’ স্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ নভেম্বর পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ শুরু হয়েছে। ২৪ নভেম্বর (বুধবার) ঘোষণা করা হয় লিখিত পরীক্ষার ফল। এরপর মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৫৯ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস মাঠে ২৪ নভেম্বর সকাল ১০টায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে এবার আবেদন করেন ২ হাজার ৩০৬ জন। শারীরিক পরীক্ষায় ৩৮৩ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় পাস করেছেন ১১৬ জন। সেখান থেকে মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৫৯ জন। এ ছাড়া অপেক্ষমাণ রয়েছেন ৫ জন।