যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের বিশেষ অভিযানে জব্দ করা স্বর্ণের বার। ছবি: যশোর জেলা পুলিশ

যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ১৬২ গ্ৰাম ১০টি স্বর্ণের বার জব্দ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেনাপোল পোর্ট থানার এসআই অমিত কুমারের নেতৃত্বে একটি চৌকস দল রাতে জরুরি দায়িত্ব পালন করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, একটি অবৈধ সোনা চোরাচালান চক্রের সদস্যরা বেনাপোল থানাধীন ভাতর সীমান্তবর্তী এলাকা সাদিপুর গ্রামের একটি সেতুর সামনে পাকা রাস্তার ওপর ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে দলটি সেখানে পৌঁছালে চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বার ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ১০টি স্বর্ণের বার স্থানীয় লোকদের উপস্থিতিতে জব্দ করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।