পুলিশের হেফাজতে গ্রেপ্তার তিন যুবক। ছবি: বাংলাদেশ পুলিশ।

নোয়াখালীর বেগমগঞ্জ থানা-পুলিশের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

বেগমগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল থানার এএসআই মো. সুমন মিয়ার নেতৃত্বে একটি টিম রাত্রিকালীন মোবাইল ডিউটি করার সময় রাত ১১টার দিকে বেগমগঞ্জ থানাধীন ১৬ নং কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে একটি মুদিদোকানের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মো. ফজলু (২৫), মো. সাইফুল ইসলাম সোহেল (২৮) ও জুবায়ের হোসেন ফয়সাল (২৯) নামের তিন যুবককে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করলে ফজলুর প্যান্টের পেছনে কোমরে গোঁজা অবস্থায় ১টি সচল বিদেশি পিস্তল পাওয়া যায়।

পরে মোবাইল ডিউটি অফিসার এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে উপস্থিত সাক্ষীদের সামনে বিদেশি পিস্তল এবং তাদের বহন করা ৩টি মোটরসাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এ ছাড়া পৃথক অভিযানে বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. মাহবুব হোসেনের নেতৃত্বে একটি টিম ২৬ এপ্রিল রাত ৯টার সময় দুর্গাপুর মোড় ব্রিজসংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কারের ভেতর থেকে ৪৭ বোতল বিদেশি মদ এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে যান।