এক বীর মুক্তিযোদ্ধার হাতে ফুল তুলে দিচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পুলিশ লাইনসের ড্রিলশেডে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল এবং শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি সৈয়দ বজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সুলেমান খান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত উপপুলিশ পরিদর্শক সত্যেন্দ্র কুমার দাশ প্রমুখ।

পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অসীম সাহসিকতা এবং রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন। তাঁরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন, সবাই মিলে সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোয়ার আলম, কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়া, মৌলভীবাজার সদর থানার ওসি কে এম নজরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আশরাফুল ইসলাম প্রমুখ।