গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মাহবুব আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই। সব পক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজ সকাল ৯টা পর্যন্ত ২ হাজার ৩৩৫ জন বিদেশি মেহমান এসেছেন। সবকিছু ঠিক আছে। আশা করি শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ব ইজতেমার বিদেশি মেহমানদের নিরাপত্তায় স্থাপিত গাজীপুর মহানগর পুলিশের বিশেষ নিয়ন্ত্রণকক্ষের সামনে পুলিশ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খবর কালের কণ্ঠের।

পুলিশ কমিশনার বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও জিএমপির পক্ষ থেকে ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাব, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ মোতায়েন আছে।

আজ সকাল ৯টা পর্যন্ত ২ হাজার ৩৩৫ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে জিএমপি কমিশনার বলেন, মাওলানা সাদ আসবেন কি না, সে বিষয়ে কোনো তথ্য নেই আমার কাছে। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করি। আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কিছু করতে দেওয়া হবে না।

ইজতেমার পূর্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাদ সাহেব সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সরকারের বিষয়।