করোনাভাইরাস I প্রতীকী ছবি

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর তিন বছর পার হতে চলেছে। এই সময়ে ভাইরাসটির সংক্রমণে সারা বিশ্বে ৬৫ লাখ ১৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আক্রান্ত হয়েছে ৬১ কোটি ৩৪ লাখের বেশি।

করোনাভাইরাসের হালনাগাদ তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে। ওয়েবসাইটটি বিভিন্ন দেশের সরকারের প্রকাশ করা তথ্যের ভিত্তিতে করোনার হালনাগাদ তথ্য জানায়।

ওয়ার্ল্ডোমিটার্স-এর ১১ সেপ্টেম্বর (রোববার) সকালের তথ্যমতে, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬১ কোটি ৩৪ লাখ ১ হাজার ১০৭ জনের। তাদের মধ্যে মারা গেছে ৬৫ লাখ ১৫ হাজার ৬০৬ জন।

করোনা মহামারিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৮২ জনের। ওই সময়ে মারা গেছে ৮৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৩৩১ জন করোনা সংক্রমিত হয়েছে। মারা গেছে ১০ লাখ ৭৫ হাজার ৬৫৯ জন।