২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়।

প্রায় দুই বছর ধরে চলছে করোনা মহামারি। এই মহামারিতে বিশ্বে মোট প্রাণহানি ৫০ লাখ ছাড়িয়ে গেল। সর্বশেষ প্রায় চার মাসে ১০ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বাসস আজ সোমবার এ খবর দিয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর ধীরে ধীরে পুরো বিশ্বে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেওয়া উপাত্তের ওপর ভিত্তি করে এএফপির তৈরি করা পরিসংখ্যান থেকে জানা যায়, আজ সোমবার করোনায় মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আর এ ভাইরাসে ৪০ লাখ মানুষের মৃত্যুর প্রায় চার মাস পর মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেল। যদিও বিশ্বব্যাপী টিকা দেওয়ার সুবাদে মৃত্যুহার হ্রাস পাচ্ছে। ইতিমধ্যে কোটি কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

এদিকে অক্টোবরের শুরুতে বিগত এক বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিশ্বব্যাপী প্রাত্যহিক মৃতের সংখ্যা হ্রাস পেয়ে আট হাজারের নিচে নেমে এসেছে।
অবশ্য গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘বর্তমানে ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের মোট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’