শিরোপা নিয়ে উদযাপন করছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ছবি: সংগৃহীত

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে ১২তম বারের মতো এই শিরোপা জিতল বিশ্বের সবচেয়ে সফলতম ক্লাবটি।

সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (১৬ জানুয়ারি) রাতে সুপার কাপের ফাইনালে বিলবাওকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে দুটি গোল করেন লুকা মদ্রিচ ও করিম বেনজেমা।

ম্যাচের ৩৮তম মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডি-বক্সে পাস দেন মদ্রিচকে। বল পেয়ে দুর্দান্ত শটে লক্ষ্য ভেদ করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

বিরতির পর খেলতে নেমেই ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্স থেকে বেনজেমার শট বিলবাও ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দারুণ এক স্পট কিকে লক্ষ্য ভেদ করে ফরাসি স্ট্রাইকার বেনজেমা।

শেষ দিকে সমতায় ফিরতে লড়াই করে বিলবাও। ৮৬তম মিনিটে গার্সিয়ার হেড মিলিতাওয়ের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গার্সিয়ার বুলেট গতির স্পট কিক পা দিয়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।

ম্যাচের শেষ দিকে এসে কয়েকটি আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি বিলবাও। ফলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ।