গ্রেপ্তার ১৪ আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি) অবৈধভাবে ডলার বেচাকেনার খবর পেয়ে রাজধানীর পাঁচটি এলাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার ১৭ জানুয়ারি রাজধানীর গুলশান ১ নম্বর, শ্যামলী রিং রোড, উত্তরার দুই জায়গা, আশকোনা ও মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী। ছবি: বাংলাদেশ পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– আবু তালহা ওরফে তাহারত ইসলাম তোহা (৩২), আছাদুল শেখ (৩২), হাছান মোল্ল্যা (১৯), আব্দুল কুদ্দুস (২৪), হাসনাত এ চৌধুরী (৪৬), মো. শামসুল হুদা চৌধুরী ওরফে রিপন (৪০), মো. সুমন মিয়া (৩০), তপন কুমার দাস (৪৫), আব্দুল কুদ্দুস (৩২), কামরুজ্জামান রাসেল (৩৭),
মো. মনিরুজ্জামান (৪০), মো. নেওয়াজ বিশ্বাস, মো. আবুল হাসনাত (৪০) ও মো. শাহজাহান সরকার (৪৫)।

সিআইডি প্রধান জানান, তাঁদের কাছ থেকে ১ কোটি ১১ লাখ ১৯ হাজার ৮২৬ টাকা সমমূল্যের ১৯টি দেশের মুদ্রাসহ ১ কোটি ৯৯ লাখ ৬১ হাজার ৩৭৬ টাকা জব্দ করা হয়।

উল্লেখিত আসামিরা রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব অফিস এবং ভাসমান যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি (লাইসেন্স) ছাড়া বৈদেশিক মুদ্রা বেচাকেনা করে থাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে উল্লেখিত প্রতিটি প্রতিষ্ঠান প্রতিদিন গড়ে প্রায় ৭০-৭৫ লক্ষ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা অবৈধভাবে কেনাবেচা করে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।