নীলফামারী জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের কয়েকজন। কোলাজ: পুলিশ নিউজ

নীলফামারী জেলা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে চার থাই জুয়াড়ি, দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চিহ্নিত থাই জুয়াড়িদের বিরুদ্ধে নীলফামারী থানার অভিযানে অনলাইন জুয়া খেলার সামগ্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে পূর্ব চাপড়া ডারারপাড়ের শাকিল ইসলামের বাড়িতে চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে শাকিল, গুলজার ইসলাম, আলেফ হোসেন ও আলম ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে থাইল্যান্ডের ৬২টি (এক হাজার বাথ মানের) জাল থাই বাথ মুদ্রার নোট, ছয়টি মোবাইল, একটি ল্যাপটপ, থাইল্যান্ডের ভাষায় লেখা কার্ড, ব্যানার জব্দ করা করা হয়।

ওই চারজনের নামে বিদেশি জালমুদ্রা রাখার অপরাধে মামলা করা হয়েছে।

এর বাইরে ডোমার থানার অভিযানে আড়াই লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়। নীলফামারী থানার অভিযানে নিয়মিত মামলায় ছয়জন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে দুজনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার অভিযানে নিয়মিত মামলায় এক, গ্রেপ্তারি পরোয়ানা মূলে একজনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ থানার অভিযানে নিয়মিত মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

জলঢাকা থানার অভিযানে তিনজন গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ডোমার থানার অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডিমলা থানার অভিযানে গ্রেপ্তার করা হয় দুজনকে।