বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় বক্তব্য দেন বিএমপি কমিশনার। ছবি: বিএমপি

ঘূর্ণিঝড় ‘মোখা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় শনিবার বেলা ৪টার দিকে বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়।

এ সভায় অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম, বিপিএম-বার।

ওই সময় দেওয়া বক্তব্যে বিএমপি কমিশনার আসন্ন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ গৃহীত সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। পাশাপাশি দুর্যোগকালীন সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য সম্ভাব্য সব প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।