আন্দ্রে রাসেল। ছবি : সংগৃহীত

২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে দল গোছাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ঢাকায় দেশের তিন তারকা মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল খেলবেন, এটা সবারই জানা। নতুন করে বিদেশি কোটায় যোগ হলো আন্দ্রে রাসেলের নাম। খবর সমকালের।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে পরিচিত মুখ রাসেল। আইপিএল, পিএসএলসহ বিশ্বের জনপ্রিয় প্রায় সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের এই হার্ডহিটারকে। বলে চমক দেখানোর পাশাপাশি ব্যাটিংয়েও তিনি সমান পারদর্শী।

এদিকে ঢাকার জন্য নতুন স্পন্সর বেছে নিয়েছে বিসিবি। বোর্ডের নির্ভরযোগ্য সূত্রে জানা গেল, দেশের বেশ কয়েকটি নামি প্রতিষ্ঠান ঢাকার স্পন্সর হতে আগ্রহী।

এর মধ্যে মূল স্পন্সর হিসেবে মিনিস্টার গ্রুপকে বেছে নিয়েছে বিসিবি। এর বাইরে ফুডপান্ডা ও নগদ থাকছে সহযোগী স্পন্সর হিসেবে।

সূত্র জানিয়েছে, এই তিন প্রতিষ্ঠান স্পন্সর হলেও ঢাকার মূল মালিকানা বোর্ডের হাতেই থাকবে।