আইসিসির অক্টোবরের সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি।

আইসিসির পক্ষ থেকে সোমবার এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর বাসসের।

কোহলির সঙ্গে আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

মিলার ও রাজাকে পেছনে ফেলে অক্টোবরের সেরা ক্রিকেটার হন কোহলি। প্রথমবারের মতো মনোনয়ন পেয়েই সেরার অ্যাওয়ার্ড জিতলেন কিং কোহলি।

গেল মাসে পাঁচ ইনিংসে দুটি হাফ সেঞ্চুরিতে ২২৪ রান করেন কোহলি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী অপরাজিত ৮২ রানের নান্দনিক ইনিংসও রয়েছে তাঁর। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬২ রানও করেন তিনি।

সেরার অ্যাওয়ার্ড জিতে কোহলি বলেন, ‘অক্টোবরের আইসিসি মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হতে পারা আমার জন্য অনেক সম্মানের। বিশ্বের অগণিত ভক্ত ও প্যানেল আমাকে সেরা খেলোয়াড় হিসেবে বাছাই করা, আমার জন্য অনেক বেশি বিশেষ। অন্য মনোনীত খেলোয়াড়দের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আমার সতীর্থদেরও যারা আমার সামর্থ্যের সেরাটা দিতে সমর্থন করে গেছে।’