শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, এমপি। ছবি: শেরপুর জেলা পুলিশ

বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস উপলক্ষে কামারিয়া আজাদ সমিতির ব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম ও শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ। ছবি: শেরপুর জেলা পুলিশ

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের এই মহেন্দ্রক্ষণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম ও শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ।
ক্রীড়া প্রতিযোগিতা ও ঐতিহ্যবাহী এই গ্রামীণ মেলায় ঘৌড়দৌড় অনুষ্ঠিত হয়। ছবি: শেরপুর জেলা পুলিশ

গত চার যুগেরও বেশি সময় ধরে শেরপুর সদর উপজেলার তারাকান্দি কৈলাশ চন্দ্র খেলার মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী এই গ্রামীণ মেলা ও ঘৌড়দৌড় অনুষ্ঠিত হয়ে আসছে।