মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা জনসাধারণকে অপ্রয়োজনীয় লাঠি ও ব্যাগ পরিহার করতে আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। খবর জাগো নিউজের।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্মৃতিসৌধের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধ প্রাঙ্গণ। এ সময়টুকু সবাইকে ধৈর্য ধরতে হবে। এ ছাড়া যাঁরা শ্রদ্ধা নিবেদন করবেন, তাঁরা সুশৃঙ্খলভাবে ভেতরে প্রবেশ করবেন। একই সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করার কথাও বলেন।

পুলিশ সুপার আরও বলেন, সৌধ এলাকা ও তার আশপাশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোশাকের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও মাঠে কাজ করছেন।

এ সময় ঢাকা জেলা পুলিশের বিভিন্ন অফিসার উপস্থিত ছিলেন।