কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার), জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ পালিত হয়েছে। ১ মার্চ (মঙ্গলবার) দিবসটি পালিত হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দিবসটি পালন করা হয়।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

এ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)। দিনাজপুর জেলার সিআইডি, পিবিআই, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশসহ সব ইউনিট কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশে বিনম্র শ্রদ্ধা জানায়। এরপর জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনসহ তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও নিহত পুলিশ সদস্যদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ লাইনস হলরুমে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)-এর সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে জেলার ৩০ জন জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। পরে তাঁরা প্রীতিভোজে অংশ নেন।